admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২২ ৫:৫৫ অপরাহ্ণ
ইব্রাহিম আলম সবুজ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২৯ সেপ্টেম্বর সকাল ১১ টায় জেলা প্রশাসকের আয়োজনে বঙ্গবন্ধু ক্রীড়া সেবী কল্যাণ ফাউন্ডেশন হতে প্রদত্ত এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম জেলায় খেলোয়াড় কিংবা সংগঠক যারা দীর্ঘদিন
থেকে খেলাধুলার সংগে সম্পৃক্ত হয়ে অদ্যবদি খেলাধুলার প্রতি ভালোবেসে নিজেকে উজার করে কাজ করছেন এবং ছেলে-মেয়েদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তাদের প্রতিভা অন্বেষনে কাজ করে যাচ্ছেন, বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন সেই সব প্রবীন খেলোয়াড়দের আবেদনের প্রেক্ষিতে আর্থিক অনুদান প্রদান করেন।
কুড়িগ্রাম জেলায় মোট ১২ জন প্রবীন খেলোয়াড় ও সংগঠক নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে অনুদানের চেক প্রদান করেন মোহাম্মদ রেজাউল করিম, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, কুড়িগ্রাম। এসময় উপস্থিত ছিলেন মোঃ মিনহাজুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), কুড়িগ্রাম। মোঃ আকরাম হোসেন জেলা ক্রীড়া কর্মকর্তা কুড়িগ্রাম, রাজারহাট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা,সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও খোলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।