admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২১ ২:৪২ অপরাহ্ণ
ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে যথাযথ মর্যাদায় ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে। রবিবার সকাল ১০ঃ৩০ঘটিকায় উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী ও উপজেলা নির্বাহী অফিটসার নুরে তাসনিম। উপজেলা প্রশাসনের পরে মুক্তিযোদ্ধা সংসদ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এরপর একে একে রাজারহাট থানার পক্ষে ওসি রাজু সরকার ও তদন্ত ওসি পবিত্র কুমার পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা আওয়ামীলীগের পক্ষে শ্রদ্ধা জানান সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম চাষী ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মোঃ আখতারুজ্জামান,উপজেলা স্বাস্থ্য কম্প্রেক্সের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আসাদুজ্জারমান জুয়েল, উপজেলা যুবলীগ,ছাত্রলীগ সহ রাজারহাট মডেল প্রেসক্লাবের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন সভাপতি আব্দুল হাকিম সবুজ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম আলম সবুজ, প্রেসক্লাব রাজারহাট এর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন সভাপতি এস বাবলু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ সদস্যবৃন্দ। এছাড়াও ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।