admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২২ ৮:৪৮ অপরাহ্ণ
ইব্রাহিম আলম সবুজ, রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে তুচ্ছ ঘটনার জের ধরে ভাতিজা রক্তাক্ত অবস্থায় হাসপাতালে,ফুফুর মৃত্যু হয়েছে। ঘটনার সাথে জড়িত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে ১৬ ফেব্রুয়ারি বুধবার রাত ৮ টায় তুচ্ছ ঘটনার জের ধরে উপজেলা সদরের কিশামত পূনঃকর গ্রামের আজিজার রহমানের পুত্র এনামুল হক (৩২) এর সাথে একই গ্রামের মানিক মিয়ার পুত্র রাশেদুল ইসলাম (১৯) এর কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে রাশেদুলের ছুরিকাঘাতে এনামুল রক্তাক্ত জখম হয়। খবর পেয়ে ঘটনাস্থলে দৌড়ে আসে এনামুল হকের ফুফু মিনা বেগম (৪৮)। এসময় ভাতিজার রক্তাক্ত দেহ দেখে ঘটনাস্থলেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে প্রাণ হারান মিনা বেগম। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী রাশেদুলকে আটক করে পুলিশে সোপর্দ করে।
বর্তমানে আহত এনামুল হক কুড়িগ্রাম সদর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার রাশেদুলকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন বলেন, এখনো থানায় কেউ অভিযোগ করেনি।