admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ আগস্ট, ২০২৩ ৭:৫৮ অপরাহ্ণ
মো: লিটন উজ্জামান,কুষ্টিয়া প্রতিনিধি: ২ আগস্ট বুধবার কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি ) এর দায়িত্বপূর্ণ মিরপুর উপজেল মেহেরপুর-কুষ্টিয়া হাইওয়ের উপর মেহেরপুর হতে ছেড়ে আসা কুষ্টিয়াগামী একটি গাড়িতে অত্র ব্যাটালিয়ন কর্তৃক এই চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে বাংলাদেশী নাগরিক মোঃ সুজন মাহমুদ (৩৫), গ্র বড়যেটাইল , পোষ্ট- বালিয়া, থানা- ধামরাই ও জেলা- ঢাকা এর নিকট হতে ৫৪১ টি ইউএস ডলার ( প্রতিটি ১০০ ইউ ডলারের নোট , মোট ৫৪১০০ ইউএস ডলার ) আটক করা হয় ।
এছাড়াও আসামীর নিকট হতে বাংলাদেশী ৫৫৫০ / – ট এবং ০১ টি মোবাইল ফোন পাওয়া যায় । এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ।