admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ জুন, ২০২০ ১২:৪৯ অপরাহ্ণ
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। চলতি মাসের ১২ তারিখ করোনা পজিটিভ আসে তার। এর আগ থেকেই ভুগছিলেন নানা উপসর্গে। বর্তমানে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের এ অধ্যাপক। আগামীকাল (মঙ্গলবার) আবার পরীক্ষা করা হবে নমুনা।
রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, আলহামদুলিল্লাহ এখনও বেশ ভালোই আছি। চিকিৎসকদের সব ধরনের পরামর্শ মেনে চলছি। সবাই আমার জন্য দোয়া করবেন। রেজওয়ানা চৌধুরী বন্যা সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য স্বাধীনতা পদক ও ভারতের পশ্চিমবঙ্গ সরকারের বঙ্গভূষণ পদক পেয়েছেন।