admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২০ ৯:২২ পূর্বাহ্ণ
করনোকালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এ নিয়ে চলতি বছর মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ জনে। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (তথ্য ইউনিট) ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া।এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, চলতি বছর ডেঙ্গু সন্দেহে ছয় জনের মৃত্যুর তথ্য পেয়েছে আইইডিসিআর। এর মধ্যে ডেঙ্গু আক্রান্ত চারটি মৃত্যুর ঘটনা পর্যালোচনা করে তিনটি নিশ্চিত হওয়া গেছে।
জানানো হয়েছে, গত ১ জানুয়ারি থেকে ২৭ নভেম্বর পর্যন্ত রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১ হাজার ১০৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে জানুয়ারিতে ১৯৯ জন, ফেব্রুয়ারিতে ৫৪ জন, মার্চে ২৭ জন, এপ্রিলে ২৫ জন, মে-তে ১০ জন, জুনে ২০ জন, জুলাইয়ে ২৩ জন, আগস্টে ৬৮ জন, সেপ্টেম্বরে ৪৭ জন, অক্টোবরে ১৬৩ জন এবং নভেম্বরে ৪৭৮ জন রয়েছেন।
এই সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ১৭ জন রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকি ৮২ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে ৬৯ জন এবং অন্যান্য বিভাগে ১৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ঢাকা বিভাগে ১১ জন এবং অন্যান্য বিভাগে ৭ জন রয়েছেন।