admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২১ ১১:৪০ পূর্বাহ্ণ
ভুলে যাও, কে ডেকেছিলো তোমায়———–
ভুলে যাও,কে পাশে রেখেছিলো তোমায়——–
ভুলে যাও,কে সব ব্যাথা ভুলিয়েছিলো তোমায়——–
ভুলে যাও,কে অসময়ে আশা জাগিয়ে ছিলো তোমায়——–
ভুলে যাও, যে একরত্মি ভরসা হবে কথা দিয়েছিলো তোমায়—–
ভুলে যাও, কে সম্পর্কের সাতকাহন শোনাতো তোমায়——-
ভুলে যাও, বিশ্বাসী হবেনা জেনেও যে বিশ্বাস করেছিলো তোমায়——
ভুলে যাও, ছোট্ট আঘাতে পাগল প্রায় কাঁদতো জড়িয়ে তোমায়——–
ভুলে যাও,যার ঠোঁটের কোঁনে মৃদু হাসি ভুবন ভুলাতো তোমায়——
ভুলো যাও, সব ভুলে যাও.—————–
তোমার একরত্মি প্রেমের আঁশে কেউ পথ চেয়ে—————
যতদূর যাবে——-যাও——আছি ভুলানোর অপেক্ষায়—–
যেখানেই যাও ভুলতে পারবেনা আমার অস্থিত্ব তোমার—–
সুখের স্বপ্ন হয়ত পাবে, কিন্তু বাস্তবে পাবেনা ———-
প্রতিনিয়ত তোমাকে তাড়া করে নিয়ে বেড়াবে অন্তদন্দে——-
কাউকে ঠোকিয়ে সুখ পাওয়া যায়না———————–
তুমিও ঠোকবে যেভাবে ঠোকিয়েছো –অপেক্ষা শুধু সময়ের——-