বনবীথির ছায়ার মতো তুমি আমার হৃদয় জুড়ে –
সেই ছায়ায় উষ্ণতা আছে!
তুমি কাছে না এলেও, তোমার গন্ধ পাই!
জীবনপুরের পথিকের সাথে বন্ধুত্ব বহুদিনের –
মাঝেমাঝে দেখা হয়, ঘটনার মাইলস্টোনে!
তোমার কথা জানতে চায়,
আমি জানিয়ে দিয়েছি ওকে –
তোমায় “হারাইয়া ফেলি চকিতে!
পথিক মুচকি হেসে বলে –
‘প্রেম তোমাদের গভীরতায়,
তাই তো হারানোর আশঙ্কা!
যে রাতে ভালবাসার দরজায় করাঘাত করেছিলে তুমি, সেই রাত নিশুতি ছিল!
ভালবাসার রাজদরবারে বিচারপ্রার্থী ছিলাম –
তোমার নীরবতার বিরুদ্ধে!
তুমি বলেছিলে – প্রেম নীরবেই আসে!