admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২০ ৭:১৪ অপরাহ্ণ
একটি শিশু সারাটা দিন
মগ্ন থাকে খেলায়,
নিচ্ছে না কেউ খোঁজ তার
অবহেলায় কাটছে সময়।
আবার শুনি এই শুশুটির
ভবিষ্যতের কথা,
এই শিশুটা গড়বে না’কি
শান্তি সুখের বাসা।
হেলায় খেলায় হচ্ছে বড়
পাচ্ছে না কোনো শিক্ষা,
অবশেষে সে সন্ত্রাসী হয়
নইলে করে ভিক্ষা।