admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২০ ৭:১৫ অপরাহ্ণ
দিন যায়, দিন আসে –
কত স্মৃতি চোখে ভাসে,
ছেলেবেলা মুচকি হাসে –
জীবন-মঞ্চে তুরুপের তাসে!
ভাসছে নৌকা গতানুগতিকতায় –
গতিপথ নিরন্তর ভাবায়!
কতজনের সাথে হয় দেখা –
ভবিতব্য যায় না রোখা!
বাড়ছে শুধু অভিজ্ঞতার ঝুলি,
অতি সন্তর্পণে পথ চলি!
সুবিধাবাদীদের কত ভিড়,
সমালোচনার বিষাক্ত তীর!
রুদ্ধ হবেই চলার পথ,
থামবে একদিন জীবনরথ!
থাকব হয়তো মনের কোণে,
কারুর কারুর অবসর-ক্ষণে!