admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২০ ৮:১০ পূর্বাহ্ণ
আমি রসাতলে যাওয়ার আগে
একটি মুখই খুঁজতে চেয়েছি
যার আলগোছে বলা কতগুলো
মনে হতো আমার ধর্মগ্রন্থ
একটি ডাক ছিল জীবন বিলিয়ে
দেওয়ার একান্ত সুযোগ
ভর্ৎসনা ছিল রাগ পড়ে যাবার
নিশ্চিত বটিকা , আকাঙ্খিত
সূর্য ধরবার দৌড়ে কখনও
হারানো যায় না এমন
পিছনফেরা দৌড়
নিরাভরণ কোনো সত্য
যার প্রিয় গন্তব্যও অমোঘ
মুখগুলো হারিয়ে যায়
দৌড়েও একদিন ক্লান্ত হই
মুখর সময় হারিয়ে যায়
মুখরার সাথে সাথে
তাহলে রইলো হাতে ?
অভ্রান্ত অতীত গোনা।