admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২০ ১১:৪৭ অপরাহ্ণ
বৃষ্টি নামেনি কোনো এক শহরে———
কোনো দিন ভেজেনি যে মাটি———–
সেখানেও এক প্রজাতির বৃক্ষের জন্ম হয়—-
উদভ্রান্ত পথিকের মতো—–
মাঝেমধ্যে শীতল বাতাসের দোলায় —-
দোলে তার পত্র পল্লব————
তারপর গভীর নীরবতা নামে—
ঘুম ভেঙ্গে যায় স্বপ্ন ফুরোয়—
শীতল বাতাসের স্বপ্ন ফুরোয়—-
মরুর প্রখর রোদে——–
শুধু তৃষ্ণা বেড়ে যায় ——
বেড়ে যায় অবিরাম।