admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২০ ১০:০২ অপরাহ্ণ
কার সাথে আলো ছায়ায় চিত্রিত হব?
কে দিয়েছিল প্রথম সর্বাঙ্গে ছিটিয়ে নীল রং?
কে বলেছিল এসো হলুদ পাতার শোকে কাঁদি আবার।
কে হাত বুলিয়েছিল অকাল বলিরেখায়।
সব মিথ্যে মায়া উড়ে গেছে কোথায়?
আমার কোনো ঘর নাই, উঠোন নাই
কোন কালে মেখেছিকি শীতের রোদ
কোনো আলুথালু বাড়ান্দায়?
মনে নাই..
সব মানুষেরই দেখি নিজস্ব কত কিছু থাকে
সযত্নে রাখা থাকে ফ্যামিলি এ্যালবাম,
মায়ের হাতে বোনা সোয়েটার,
বাবার আদর।
ন্যাপথলিনের গন্ধমাখা মায়ের আলমারির কাপড়।
আমার ভেতরে কেবল আমিই পড়ে থাকি
মৃত আর শুন্যতাবোধ।
আমার কবরে আমি শুয়ে থাকি
আর দেখি রং বদলায়।
যে দিয়েছিল প্রথম নীল রং
তার নাম মুছে যায়।
যে নিয়েছিল হলুদ পাতার শোক
আমার চোখের সম্মুখ দিয়ে সে ঝাপসা হয়ে যায়।
কার সাথে চিত্রিত হব আলো ছায়ায়?
কি নিয়ে লিখে রাখব দু -কলম প্রীয় ভাবনায়…
এমন নীল ঘুড়ি উড়ছে শুধু আমার আকাশ জুড়ে
কবরের পিপড়েরা জেগে রয় আমার আলাপচারিতায়।