admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ জুন, ২০২০ ৮:২৮ অপরাহ্ণ
প্রেম এসেছিল,নিঃশব্দ চরণে….?
তখন প্রথম ফাগুনের হাওয়ায়
পাখির পালক মন—
হয়তো শ্রাবণ মাস, তবুও তনু’র তন্ত্রিতে জেগেছিলো
বসন্ত বাহার– দুলে ছিলো পলাশে বন।
লাজ ছিলো, ভয় ছিলো,
ছিলো নতুনের আহ্বান —
নেশা ভরা চোখে
অমোঘ প্রকৃতির টান—–
ঠোঁট চায় স্পর্শ সুখ
বুক চায় উষ্ণ আলিঙ্গন—-
মন বলে পরিনত হও—
হতে পারে পদস্খলন—
রাত বলে স্বপ্ন দেখো —
ঘুমে অথবা জেগে—
আরো কেউ জেগে আছে–
রাত তোমার ই অনুরাগে—
দিন বলে কোথা তার দেখা পাবো –গেলে কোনখানে,
দু চোখে নদী বয় বাণী লিখি—
মনের সোপানে—
সময় ও বয়ে যায়,
বসন্ত ফুরিয়ে যায়,বৈশাখী পবনে,
চেয়ে দেখি,সে-তো গেছে চলে
যেমন এসেছিলো নিঃশব্দ চরণে।