admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ জুন, ২০২০ ২:২১ অপরাহ্ণ
প্রেমের লোভে যখন তুমি
বাড়িয়ে ছিলে হাত ——–
আমায় ছাড়া জগৎ আঁধার
কাটতো নাকো রাত———-
বলেছিলাম ভেবে দেখো
আবেগ ফেলে পিছে——–
আজকে তুমি আঘাত দিয়ে
স্বপ্ন কেন মিছে?
সেদিন ছিল একটি কথা
আমি তোমার সব——–
এখন আমি পর হয়েছি—
আপন হয়েছে সব——
এখন কেন মিথ্যা লোভে
থেমে গেল সব ?
কাকে নিয়ে সুখী হবে?
বুঝবে কি দায় আছে——
থাকবে সুখে,কারণ এ মন
তোমায় ভালোবাসে।
এখন থেকে ভূলে যাবো তুমি ছিলে সব —-
জানি আমি ভূলতে তোমায়—-
কষ্ট হবে অনেক ——-
তারপরও তো ভূলতে হবে——
দেখিয়েছো তুমি পথ ———-