admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ জানুয়ারি, ২০২১ ৮:১৩ পূর্বাহ্ণ
বেণীমাধব বহুদিন ঘরছাড়া,
ভুবনবাবু ঘর দখল নিয়েছেন –
উনি যে পঞ্চায়েত প্রধান!
কৃষ্ণকলি আজও ‘ঘর’ পায়নি,
কবির কলমে কবিতা হয়েই আছে –
তবে মাঝে মধ্যে ‘শকুন’ তাড়া করে!
কাজলাদিদি এখনও অধরা,
খোকা যে শোলোক শুনতে চায় না –
কাজলাদিদি এখন গানে ছন্দোময়!
নকশিকাঁথার মাঠে আজও ছেলেবেলা গড়াগড়ি খায়। ঘুড়ি-লাটাই,ভো কাট্টা…….. !
মাঠ হয়ে গেছে ছোট,
বহুতল বাজার সেখানে ‘আলো’ দেয়!