admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২০ ৯:২৭ অপরাহ্ণ
আপনি তিন হাজার বছর আগে
অমুক ছিলেন
অমুক হলেন
আরও কয়েকবার
তখনও আপনি আছেন অথচ নেই
আপনার সন্ততি আজও লড়ে যাচ্ছে
পরিচয় নিয়ে , পরিচিতি দিয়ে
রক্ত বইছে , শ্বেত উপত্যকার
গা বেয়ে গড়াচ্ছে অবিরত
লড়ে যাচ্ছে, লড়বে
হয়তো আরও কয়েক শতাব্দী
পরিচিতির আঁধারে
কিংবা আলোর খোঁজে ।
ফারিয়া ইউসুফজায়িরা বিলি কেটে
গান গায় , মুখের ওপর অন্ধকার
আসে ঘনিয়ে ,রক্ত শীতল
পানীয়ের মতো আস্বাদ
স্থান অকুলান
পরিচিতির বিনিময়ে
স্বস্তি কিংবা শান্তি কিনতে ।