admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ জুন, ২০২০ ৯:৩৬ অপরাহ্ণ
নিঃশব্দ গভীর আধার
নিঃশব্দ গভীর আধার——–
নিশি কাটে নির্ঘুম একাকী আমার।
মধ্যান্যের সমস্বরে পাখিদের কলতান—-
মন আরো বিকম্পিত আমার—–
তোমাকে পূর্ণ হৃদয় দেবার——-
কারপন্যতা কখনোই ছিলো না আমার—–
হয়তো বা সাধ্যটা সামান্য——
তবুও প্রাণের অর্ঘ দিয়ে সাজিয়ে রেখেছি —-
আমাদের মধুময় বাসর।
মেঘে ঢাকা নীল আকাশে স্বরনালী রোদে-
সোনাভরা স্বপ্ন আমার—-
আমি প্রতি নিয়ত সাজিয়ে চলেছি……
তুমি আসবে বলে——
আবেগের পুষ্পরাশিরা কুড়িয়ে এনেছে——
তোমার দেওয়া কষ্টের ডালা—-
সুখ সজিবতায় তোমার সান্নিদ্ধে—-
হারিয়ে যাই আমি আনমনে—–
ফিরে পাবোনা জানি তবুও—–
অপেক্ষায় থাকি——–