admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ জুন, ২০২০ ৭:৩২ অপরাহ্ণ
ডাক দিয়ে যাই!
চলে যাওয়া দিনগুলো থাকবে মনে, আমার!
অবহেলা, সমালোচনা, তির্যক নজর….
আমার চলার পথের অলংকার!
তুমি প্রদীপ জ্বালিয়ে রেখো মনের মন্দিরে,
আমি প্রদীপের পাহারায় থাকব!
একসাথে নাই বা চলা হল,
একমনে গানে সুর বাঁধব আমরা!
তোমার মাতৃত্বের জঠরে আমার শিশুকাল আছে,
তোমার সিঁথির সিঁদুরে আমার ভালবাসা আছে,
তোমার সন্ধ্যাদীপের আলোয় তুমি দেবদাসী,
তোমার বিনিদ্র রাতের উৎকন্ঠা আমার কবিতা,
তোমার আড়মোড়া -ভাঙ্গা সকাল আমার দিনশুরুর গান!
আজও তোমায় ডাক দিয়ে যাই!