admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২০ ৬:২২ অপরাহ্ণ
নিঝুম নিস্তব্ধতা চারদিকে ঘোর অন্ধকার—-
শুধু আমি জেগে একা———-
হৃদয়ে আমার আজ শুধুই হাহাকার——-
আমার হৃদয় উজাড় করে দিতে চেয়েছি তোমায়—-
স্থান কাল পাত্র আমার মৌন সম্মতিতে ছিলে তুমি—-
তোমার একটি কথায় নিরাশ হলাম আমি———
একটু একটু করে মন ভাঙলো আমার?
ওহে ভালোবাসার মানুষ———-
এ কেমন ভালোবাসলে আমায়—-?
আমি তো শুধু তোমার ছিলাম শুধু তোমার——-
মনটা এমন করে কেন কেড়ে নিলে আমার ?—-
তবে কেনো আজ শূন্যতার মাঝে আমি!
কেন কেন এমন করলে বোলনা——–
কোথায় হারালে তুমি———————–?