admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ জুন, ২০২০ ৯:১৩ অপরাহ্ণ
কসমিক
——————————
একটা অস্তিত্ব কুরে কুরে খায় আর
একটা অধ:পতন শোক ভুলে যায় কখন যেন
হঠাৎ একটা বৃষ্টিভেজা ঘ্রাণ পরিচিতি বহন করে চলে যায় নিঃশব্দে
তবু তার বাহ্যিক আবরণে কিছু কথা লেখা থাকে
মাক্সের আড়ালে ঘৃণাভরা মুখ বেমালুম ভ্যানিস…
একটা কসমিক এনার্জি চারিদিকে ঘুরে বেড়ায়.