admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২০ ৮:৫২ অপরাহ্ণ
কখনও পাওয়া হবে না —
জেনে যাওয়ার পরেও সেটার অপেক্ষায় থাকি আমরা।
স্বপ্ন দেখার অভ্যাস হয়ে যায়।
না পাওয়ার হিসাব মেলাতে চাই না।
বোকা মন!!ভুল করে ভুল জিনিসের জন্য শুধু —-
নিজের করে পাওয়া যায় না।