admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২০ ৭:৪৪ অপরাহ্ণ
শীতের রাতে বন্ধু হয়ে গেলাম –
হিমেল হাওয়া নিয়ে, আমার কাছে এখন রোজ আসে!
উষ্ণতা উঁকি দেয় নীরবতার গলা জড়িয়ে,
কবিতাগুলো জানালার ধারে প্রহরীর বেশে থাকে, তুমি আসতে পারো!
আমরা ঘনিষ্ঠতার সুধা পান করি,
ভালবাসার গপ্পো করি,
আলিঙ্গনের ছবি আঁকি,
রাত কেটে যায় বিনিদ্রতার আমেজে!
আকাশের চাঁদ থাকে সাক্ষী,
প্রহরীর বেশে কবিতাগুলো প্রেরণা দেয়!
তোমার আমন্ত্রণ রইল, এসো কিন্তু!