admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২০ ৮:০৪ অপরাহ্ণ
ফিরে এসেছি
তবে রেখে এসেছি ত্রিশ মিনিটের গল্প
জানি রাজপুত্র কিংবা সাদা ঘোড়া কোনোটাই বাস্তব নয়
তারপরও ইতিহাস বই বুকে নিয়ে ঘুমিয়ে পড়ি
সময় চলে যাওয়ার ভাবনাটা আমাকে বিশেষ ভাবায় না
ইচ্ছে, অনিচ্ছে সবকটিতেই আপেক্ষিক ভাবনা
জানি জীবন সংগ্রামের আর এক নাম বৃশ্চিক রাশি
তুমি দেখে নিও ইমোজি জীবন থেকে একদিন ঠিক বেরিয়ে যাবো