admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ জুলাই, ২০২০ ২:২১ অপরাহ্ণ
ভবিষ্যতের ডাক শুনতে পাই –
কেমন যেন কর্কশ, বুঝে নেওয়া,
বিক্রি হয়ে যাওয়া!
হুমকির হাতছানি, প্রতিহিংসার আঁচড়!
অবচেতন মনে কত সুবিধাবাদীদের ভিড়,
শয়তানের আলখাল্লা পড়ে ঘুরে বেড়ায়!
“আবার আসিব ফিরে “-ব্যঙ্গ করে,
“এ পৃথিবী শিশুর বাসযোগ্য করে যাব আমি ”
-বিবেকের ক্যানভাসকে কলংকিত করে!
সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় লেনদেন চলে,
রাতের কবিতা মুখ থুবড়ে পড়ে-
বিকিকিনির হাটে নির্লজ্জ সওদায়!
নীল ধ্রুবতারার সেই প্রশ্ন বিচলিত করে –
“আর কতকাল আমি রব দিশাহারা “