admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ জুন, ২০২০ ৯:৫৫ পূর্বাহ্ণ
বেদনার বালুচরে কোনদিন যাওয়া হয়নি,
তার ক্যানভাস মনের মধ্যে রেখেছি!
তুলির সন্ধানে ছিলাম বহুদিন, বেদনার ছবি আঁকব বলে!
এক পাখির ঠোঁট থেকে তুলি হাতে তুলে নিয়েছি, সেই পাখি খাঁচার, একান্ত আমার !
এখন বেদনার ছবি আঁকতে শিখেছি ,
বেদনার অর্থ জেনে সুখ আয়ত্বে এনেছি!
আমার পাখিও সেই সুখের ভাগীদার, পাখি খাঁচায় বসে জীবনদর্শন বোঝায়, চালিত করে অধিকারগত ক্ষমতায়!
পাখি অধরা, কিন্তু হৃদমাঝারে……
আমি এখন জীবনের ছবি আঁকি, মৃত্যুকে শাসন করি, কবিতার জন্ম দিই!