admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২০ ১২:৪৬ অপরাহ্ণ
আমার ইচ্ছা রাত-বিরেতে,
চিন্তায় ছটফট করে –
আমার ইচ্ছা ভোরের আলোয়,
জীবনপথে ঘোরে!
আমার ইচ্ছা যখন তখন –
মা’কে খুঁজে চলে,
আমার ইচ্ছা ভালবাসার –
বাস্তব কথা বলে!
আমার ইচ্ছা তোমার রূপে –
মুগ্ধতার স্বপ্ন দেখে,
আমার ইচ্ছা তোমার গন্ধ –
গায়ে নেয় মেখে!
আমার ইচ্ছা তোমার স্পর্শ –
অনবরত চায়,
আমার ইচ্ছা তোমার প্রেমের –
মধুর গান গায়!
আমার ইচ্ছা বিক্রি হয় না –
লোভের চাবুকে,
আমার ইচ্ছা কালের নিয়মে –
ভোগে অসুখে!
আমার ইচ্ছা আমারই ইচ্ছা –
শেষের দিন গোনে,
আমার ইচ্ছা আঘাত দেয় না –
প্রিয়জনের মনে!