admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ জুন, ২০২০ ৯:০১ অপরাহ্ণ
আজ কাল আর তোমায় নিয়ে ভাবিনা
ভাবতে ভালো লাগেনা————–
তোমার অবহেলাই —————–
আমাকে কঠিন বস্তুতে রুপান্তরিত করেছে ——
এক সময় বুকের কোথায় যেন চিন চিন করতো—
এখন তা আর করেনা———————–
সব তোমারি কারণে ————————-
স্বার্থের কারণে কাছে এসে ছিলে————
স্বার্থ শেষে কেটে পরেছো——————-
তাতে কিছু যায় আসেনা——————–
তোমার স্বার্থপরতা আমাকে কঠিন করেছে–
আর তোমায় নিয়ে ভাবতে চাইনা————–
তবে একদিন ঠিক তোমার পুরস্কার পেয়ে যাবে—–
এটা অভিশাপ না বাস্তবতা—————–
সেদিন আর তুমি কাউকে পাশে পাবেনা—-
তুমি চাইলেও আমাকে ভুলতে পারবেনা
কারণ তুমি যার শক্তি নিয়ে চলতে শিখেছ—
তা তোমার অস্থিস্থ জুড়ে —–
মুছে দিতে পারবে? অকৃতজ্ঞ মানুষ !!!
আজ কাল আর তোমায় নিয়ে ভাবিনা
ভাবতে ভালো লাগেনা————–
এক দিন তুমি ঠিক প্রতারিত হবে–
এটা অভিশাপ না বাস্তবতা—
কাউকে ঠকিয়ে বড় হওয়া যায়—
কিন্তু সুখি হওয়া যায় না——–
তোমার পাপ তোমাকে কুরে কুরে খাবে–
এটা অভিশাপ না বাস্তবতা———।।
কাউকে স্বপ্ন দেখিয়ে চলে যাওয়া অনেক সহজ–
কিন্তু সাথে থেকে কারো স্বপ্ন পুরণ অনেক কঠিন—
মিথ্যের আশ্বাস দিয়ে কাছে নিও না———
স্বার্থ শেষে কেটে পড়না———-