admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২০ ১০:৫৫ পূর্বাহ্ণ
একদিন চলে যাব,
বন্ধন ছিন্ন করে –
পরপারের সীমাহীনতায়,
মনুষ্যত্বের সন্ধানে!
আশা-নিরাশার দোলায়,
তুমি চৌকাঠে প্রদীপ হাতে –
প্রতীক্ষায় দিন গুনবে!
চাঁদের আলোয় –
হাসনুহানার গন্ধে, যদি মনে পড়ে আমাকে –
চৌকাঠে শেষ পায়ের চিহ্ন খুঁজে,
প্রদীপ নিভিয়ে দিও!
হয়তো আসব না ফিরে!