admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ জুন, ২০২০ ৪:৩২ অপরাহ্ণ
রাত কেউ দিতে চায় না, আমিও না!
তোমার রাতও আমি চাই না,
রাতের সুখ নষ্ট কোরো না আমার জন্য….
তুমি সুখে জড়িয়ে থেকো!
রাতের সাম্রাজ্যে অনেকে আসে, অদ্ভুত এক আলাপচারিতায় মেতে উঠি, কত চেনা মুখ!
তুমি অপেক্ষা করে চলে যাও….
বিরক্তিহীন, নির্লিপ্ত বিদায়!
কত গন্ধ পাই -ছেলেবেলার, স্কুল-কলেজের, অফিসের…….., কড়িকাঠে চোখ যায়,
লাশ দেখতে পাই অপ্রাপ্তির, অনুশোচনার, এড়িয়ে যাওয়ার!
কেমন যেন ঝিমিয়ে পড়ি!
আতংকে জড়সড় হয়ে যাই, কম্পন আসে-
নৈশপ্রহরীর সতর্কতায় স্বাভাবিক হই-
“জাগতে রহো! জাগতে রহো!! “