admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২২ ৭:১০ অপরাহ্ণ
তানিয়া পারভীন তামান্না, স্টাফ রিপোর্টারঃ এসএসসি পরীক্ষায় পাবনা জেলা স্কুলের অদম্য মেধাবী ছাত্র মীর ওয়াজিদ শাফিন এর অসামান্য সাফল্যের কথা তাঁর পরিবারের কাছে জানতে চাইলে তাঁরা জানান আলহামদুলিল্লাহ আমার ভাতিজা (সেজো ভাই এর একমাত্র সন্তান) মীর ওয়াজিদ শাফিন ২০২২ সালের এসএসসি পরীক্ষায় পাবনা জেলা স্কুল থেকে গোল্ডেন জিপিএ ফাইভ পেয়েছে। টোটাল ১৩০০ মার্কের মধ্যে তার প্রাপ্ত নাম্বার ১২০২। প্রতিটা বিষয়ে তার প্রাপ্ত মার্ক সত্যিই অবাক করার মতো ১০০,৯৮,৯৫,,,,,!
সে ক্লাস ফাইভে এবং ক্লাস এইটেও ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিলো। অদম্য মেধাবী আমার ভাতিজার জন্য সবাই প্রাণ থেকে দোয়া করবেন যেনো সে প্রকৃত অর্থে একজন ভালো মানুষ হতে পারে। দেশ এবং দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারে।
মুক্ত কলম পরিবারের পক্ষ থেকে অদম্য মেধাবী সাফিনের সফলতায় সবসময়ই তার পাশে আছে। তার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে আগামীর পথ চলা সুন্দর ও মসৃণ হোক এই কামনা করছি।