admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ মে, ২০২০ ২:১১ অপরাহ্ণ
নাগরিক ভাবনা, এম এ সামাদঃ ছোট থেকে বয়োবৃদ্ধ সকল মানুষের কাছে পরিচিত এক নোবেল করোনাভাইরাস কোভিড-১৯। করোনা ভাইরাস এর প্রকোপে পুরো বিশ্ব আজ স্তব্ধ। সেই প্রকোপে বাদ পরেনি বাংলাদেশ। ক্রমাগত বাংলাদেশে বেড়েই চলছে এর সংক্রমণ। এর সংক্রমনে দুই শতাধিক প্রাণ পৃথিবী ছেড়েছেন। আক্রান্ত হয়েছেনও অনেক। আর দিন যত যাচ্ছে বাংলাদেশের আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে ।
বাংলাদেশ শুরুতে সচেতনতা কঠোর হলেও এখন সচেতনতা প্রায় শূন্যের কোটায়। পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে সীমিত আকারে কিছু দোকানপাট খোলার নির্দেশনা হলেও কোন কিছুই তোয়াক্কা করছেনা বাংলাদেশের আপামর জনতা। বাজার গুলোতে গেলে মনে হয় বাংলাদেশ স্বাভাবিক। যেন বাংলাদেশে কোন কিছুই হয়নি দেশ তার নিজ গতিতে চলছে। অথচ এর প্রকোপ দিন দিন কঠিন থেকে কঠিনতর হচ্ছে। ঈদ শপিং চলছে নেই কোন সাবধানতা,নেই সামাজিক দূরত্ব,নেই পারসোনাল প্রটেক্ট ইকুয়পমেন্ট। তাহলে আমরা আমাদের দেশটাকে কঠিন অবস্থায় ফেলছি না ত? আমরা নিজের পরিবারকে বিপদের সম্মুখীন করছিনা ত? মনে রাখবেন আপনি স্বাস্থ্য অধিদপ্তরের কাছে শুধু একটি সংখ্যা,কিন্তু আপনার পরিবারের কাছে আপনি পুরো পৃথিবী।
তাই আসুন স্বাস্থ্য বিধি মেনে চলি। ঈদে শপিং এর নাম করে করোনা শপিং না করি। ঈদ শপিং এর সাথে বাসায় করোনা শপিং করে না নিয়ে যায়। নিজে সতর্ক হোন,আরেকজন কে সতর্ক করুন।