admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ মার্চ, ২০২২ ১০:১৭ অপরাহ্ণ
ক্রাইম রিপোর্টারঃ ঠাকুরগাঁওয়ে নারীকে উত্ত্যক্ত করার ঘটনায় বাধা দেওয়ায় বাংলাদেশ বেতারের অন্যতম শিল্পী ও ঠাকুরগাঁও স্বেচ্ছাসেবক লীগের জেলা কমিটির সদস্য তরিকুল ইসলাম শেখ বিপু এর উপর জীবননাশী হামলা হয়েছে। ঠাকুরগাঁও সদর উপজেলার ফকিরপাড়া অবদা মসজিদের সংলগ্ন বাবুর দোকানের সন্মুখে দীর্ঘদিন যাবৎ স্কুলপড়ুয়া, প্রাইভেট পড়ুয়া কর্মজীবী মেয়েদের একদল যুবক উত্ত্যক্তা করিয়া আসিতেছে এমন ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনার দিন গত ২৮ ফেব্রুয়ারি আহত তরিকুল ইসলাম শেখ বিপু এর খালাতো বোন ইভটিজিংয়ের শিকার হওয়ার কথা তাহার খালাতো ভাই তরিকুল ইসলাম শেখ বিপু কে জানাইলে তরিকুল ইসলাম শেখ বিপু ঘটনা সম্পর্কে খোঁজখবর নিবে এ মর্মে আশ্বস্ত করেন।
ঘটনার দিন ২৮ ফেব্রুয়ারি সোমবার দুপুর আনুমানিক ২ টা ৩০ মিনিটের সময় খালাতো বোনকে উত্ত্যক্তকারী আলম কে দেখিতে পাইলে পরবর্তী তে আর কাউকে যেন উত্তপ্ত না করা হয় এমর্মে সতর্ক করে দেওয়া হলে উত্ত্যক্তকারী ক্ষেপে গিয়ে তরিকুল ইসলাম শেখ বিপু এর উপর পাশের ভাঙ্গারি দোকান হতে ধারালো লোহার চাপাতি সদৃশ্য বস্তু দিয়ে সজোরে মাথায় আঘাত করেন এতে বিপুর ডান চোখের উপরের অংশে মারাত্মক জখম এর সৃষ্টি হয় এবং রক্তপাত শুরু হয় এবং অন্যান্য সহযোগীরা তাহাকে এলোপাতাড়ি মারধর শুরু করেন।
পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন,হামলায় তরিকুল ইসলামের ডান চোখের উপরে ধারালো অস্ত্রের আঘাতে ১৬ টি সেলাই পড়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন বিদ্যমান রয়েছে, এছাড়াও তরিকুল ইসলাম শেখ বিপু এর চোখ সংকট পূর্ণ অবস্থায় রয়েছে।অনুসন্ধানে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের মাধ্যমে জানা যায় যে, নারীকে উত্ত্যক্ত করার তুচ্ছ ঘটনায় তাদের মধ্যে বাক-বিতন্ডার সৃষ্টি হয়। এসময় তারা বিপুকে মারধর করে মারাত্মক জখম ও রক্তপাত ঘটায় এবং বেধড়ক মারধর করে। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পরিপ্রেক্ষিতে গত ০১ মার্চ এ তরিকুল ইসলাম শেখ বিপু , পিতা নুর ইসলাম শেখ ,সাং ফকির পাড়া, ঠাকুরগাঁও পৌরসভা, থানা ও জেলা: ঠাকুরগাঁও বাদী হয়ে ১। আলম (২৭), ২। সুয়েল (৩০) উভয়ের পিতা: মো: সায়েদ ,গ্রাম নারগুন গুচ্ছগ্রাম, থানা ও জেলা: ঠাকুরগাঁও,৩। ছোট বাবু, পিতা মৃত: মাহাবুদ, গ্রাম: ফকিরপাড়া ঠাকুরগাঁও পৌরসভা, থানা ও জেলা: ঠাকুরগাঁও।গনসহ অজ্ঞাত ৬/৭ আসামি করে পেনাল কোড ১৮৬০ এর ১৪৩/৩২৩/৩২৬/৩০৭/৩৪ ধারা মতে মামলা দায়ের করেন। যাহার ঠাকুরগাঁও থানা মামলা নং ০১ জিয়ার নং ৩ ।
ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, আমি বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়েছি, লিখিত অভিযোগ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।