admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৩ ১১:৪৫ অপরাহ্ণ
সোহরাওয়ার্দী খোকন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লাগামহীন জনসংযোগ ও পথসভায় ব্যস্ত সময় পার করছেন ঠাকুরগাঁও-২(বালিয়াডাঙ্গী-হরিপুর) আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী একেএম শামীম ফেরদৌস টগর।
আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে ঠাকুরগাঁও- ২ আসন আওতাভুক্ত কাঠালডাংঙ্গী বাজার, ভাতুরিয়া, মাশানগাঁও, বটতলি বাজারসহ বিভিন্ন এলাকায় জনসংযোগ ও পথসভা চালিয়ে যাচ্ছেন। জনসংযোগ শেষে হরিপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি মোঃ শফিকুল আজম সুজা চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সহ ক্লাবের অন্যান্য সদস্যগণ।
এ সময় হরিপুর প্রেস ক্লাবের সন্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক শুভেচ্ছা বক্তব্য দেন।শুভেচ্ছা বক্তব্যে হরিপুরের প্রেস ক্লাব প্রতিষ্ঠা করার পিছনে টগরের অবদান অপরিসীম। আমরা যখন হরিপুর প্রেস ক্লাব প্রতিষ্ঠা করি তখন ভিত্তিপ্রস্থর স্থাপন করার জন্য কাউকে পাশে পাইনি, ঠিক সে সময় আমাদের ডাকে সাড়া দিয়ে এ,কে,এম শামীম ফেরদৌস টগর হরিপুর প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেন। এই হরিপুর প্রেস ক্লাব আপনার অবদান কোনদিন ভুলবে না। আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার মাঝি হিসাবে আপনাকেই চায় হরিপুরের বাসি।
হরিপুর প্রেসক্লাবে সংক্ষিপ্ত বক্তব্যে এ,কে,এম শামীম ফেরদৌস টগর বলেন আমি যদি বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পাই এমপি হিসেবে নির্বাচিত হই বা সংসদ সদস্য হতে পারি তাহলে এই হরিপুর উপজেলার ব্যপক উন্নয়ন করবো।
হরিপুরে শ্রমিক সংগঠনগুলো প্রতিটা অফিস যে যেই অবস্থাতেই আছে তাদেরও সার্বিক সহযোগিতা দিব এবং আমি হরিপুরের সন্তান হিসেবে হরিপুর বাসির প্রতি আমার দায়বদ্ধতার জায়গা থেকে যা করলে হরিপুরের মানুষ স্বাচ্ছন্দে জীবন যাপন করতে পারবে আমি ঠিক সেভাবেই কাজ করবো ইনশাআল্লাহ।
এ সময় প্রেসক্লাবে উপস্থিত সাংবাদিক সহ সুধীজনরা তাকে করতালির মাধ্যমে অভিনন্দন জানান। শামীম ফেরদৌস টগর বলেন বর্তমান সরকারের লাগাতার উন্নয়নে বিএনপি দিশেহারা এজন্য তারা দেশ এবং দেশের বাইরে থেকে সরকার তথা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সর্বোপরি দেশের মানুষের বিপক্ষে শক্তির বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে নানান সময় নানান রকম মিথ্যা কথা বলে। এমতাঅবস্থায় আমাদের সকলকে একত্রিত হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে হবে।
টগর আরো বলেন,বর্তমান সরকারের অভাবনীয় উন্নয়নের ফসল দেশের আপামর জনসাধারণ সুবিধা ভোগ করছে, কিন্তু দুঃখের বিষয় অপ্রিয় হলেও সত্যি যে, হরিপুরের মানুষ বারবার নৌকা মার্কার বিজয় নিশ্চিত করার পরও কাঙ্খিত উন্নয়ন তারা পায়নি। আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হই হরিপুর স্থলবন্দর করবো।গ্রাম গঞ্জের প্রতিটা রাস্তা পাকাকরন সহ স্কুল কলেজ মাদ্রাসা সহ সর্বক্ষেত্রে কাজ করবো।
এক বক্তব্যে তিনি সরকারের অভাবনীয় উন্নয়নের কথা মানুষের কাছে তুলে ধরতে সাংবাদিকদের প্রতিনি আহ্বান জানান।সর্বপরি আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে সবাইকে একএিত হয়ে কাজ করার আহ্বান জানান।এবং তিনি এ-ও বলেন দলের নেতা যাকেই মনোনয়ন দেন দলের স্বার্থে একত্রিত হয়ে কাজ করবো।