admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ জুলাই, ২০২২ ১০:২৬ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু , ব্যুরো প্রধান ঢাকাঃ আশুলিয়ার কুমকুমারি এলাকায় ৬ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। রাতে সাভার উপজেলার আশুলিয়া ইউনিয়নের কুমকুমারী বাজার এলাকায় এঘটনা ঘটে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এলাকাবাসী জানায়, আশুলিয়ার কুমকুমারী বাজার এলাকায় এক মুদি দোকানী আফজাল নামের এক সন্ত্রাসীর কাছে দোকানের সদাই কেনার বাকি টাকা চাওয়ায় নারীসহ ছয়জনকে কুপিয়ে জখম করেছে আফজাল ও তার সন্ত্রাসী বাহিনী। পরে আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এ ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।আশঙ্কাজনক অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।