admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২২ ৭:৪৯ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, স্টাফ রিপোর্টারঃ ঢাকার আশুলিয়ায় একটি বাসা বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই পোশাক শ্রমিক দগ্ধ হয়েছেন।আশঙ্কাজনক অবস্থায় দুই দগ্ধ শ্রমিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাতে আশুলিয়ার গোরাট এলাকায় ঘটলেও বাড়িওয়ালা বিষয়টি কঠোর ভাবে গোপন করার চেষ্টা করেন। তবে আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়দের মাধ্যমে তা জানাজানি হয়। এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাতে গোরাট এলাকার হামিদুল ইসলামের বাড়িতে গ্যাস সিলিন্ডার দিয়ে রান্না করার সময় তা বিকট শব্দে বিস্ফোরণ হয়।
এসময় পোশাক শ্রমিক খাদিজা আক্তার ও তৃপ্তি আক্তার দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে ভর্তি করলে সেখানে তাদের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে পাঠানো হয়।
বৃহস্পতিবার ঘটনা ঘটলেও বাড়িওয়ালা বিষয়টি গোপন করলেও আজ তা জানাজানি হয়। এলাকাবাসী ওই বড়িওয়ালার কঠোর শাস্তি দাবি করেছেন। আশুলিয়া থানা পুলিশ বলছে, অভিযোগ পেলে তদন্ত করে ওই বাড়িওয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।