admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ মার্চ, ২০২২ ৮:৩২ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু , স্টাফ রিপোর্টারঃ ঢাকার আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার দেখানোর কথা বলে বাসার ভিতরে নিয়ে গৃহবধূকে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। সেই পরিপ্রেক্ষিতে আসাদুজ্জামান রকি (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ বিন করিম। এর আগে, সোমবার (১৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকার কাঠগড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসাদুজ্জামান দিনাজপুর জেলার হাকিমপুর থানার নওপাড়া গ্রামের মো. আব্দুল হান্নান হকের ছেলে। তিনি ওই এলাকায় স্ত্রীসহ ভাড়া থাকতেন। তার স্ত্রী চাকরি করলেও তিনি কোনো কাজ করতেন না।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই গৃহিণী তার স্বামীর সঙ্গে কাঠগড়া এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন। তার স্বামী পোশাক কারখানায় কাজ করেন। তাদের পার্শ্ববর্তী কক্ষে আসাদুজ্জামান তার স্ত্রী নিয়ে ভাড়া থাকেন। সোমবার সকালে প্রতিদিনের মতো ভুক্তভোগীর স্বামী কাজে চলে যান। বাসায় কেউ না থাকার সুযোগে গ্যাসের সিলিন্ডারের সমস্যার কথা বলে ভুক্তভোগী ওই গৃহবধূকে আসাদুজ্জামান তার ঘরে কৌশলে ডেকে নেন।
এ সময় সুযোগ বুঝে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে তিনি পাশের বাসার ভাইকে গিয়ে ঘটনা খুলে বলেন। ঘটনা শুনে পোশাক কারখানা থেকে ভুক্তভোগীর স্বামী বাসায় আসে। পরে ভুক্তভোগী গৃহবধূ থানায় অভিযোগ দায়ের করলে রাতে অভিযান চালিয়ে আসাদুজ্জামানকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ বিন করিম বলেন, ভুক্তভোগী গৃহবধূর অভিযোগের ভিত্তিতে আসাদুজ্জামান নামে এক ব্যক্তিকে কাঠগড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পরে আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।