admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৩ ৯:০২ অপরাহ্ণ
মিরু হাসান, বগুড়া থেকে: বগুড়ার আদমদীঘিতে ধর্ষণের সময় এক মানসিক প্রতিবন্ধী কিশোরীকে উদ্ধার ও ধর্ষককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ ।নওগাঁর মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ গ্রামের মানসিক প্রতিবন্ধী কিশোরী গত ১ নভেম্বর বুধবার বেলা ৩টায় সকলের অজান্তে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়।
ওই দিন বিকেলে দুপচাঁচিয়া বাসস্ট্যান্ড এলাকায় নেমে ঘোরাঘুরি করতে থাকে। রাত ১০টায় আসামী আদমদীঘির সিএনজিচালক সবুজ মহন্ত ওই কিশোরীকে কৌশলে প্রলোভন দেখিয়ে তার চালিত সিএনজিতে তুলে নেয়। পরদিন গত ২ নভেম্বর বৃহস্পতিবার রাত দেড়টায় আসামি সবুজ মহন্ত কিশোরীকে নিয়ে নওগাঁ-বগুড়া মহাসড়ক সংলগ্ন বোয়ালিয়া নামক স্থানের চাটখইর রাস্তার ব্রিজের পাশে ধানক্ষেতের আইলে নিয়ে ধর্ষণের চেষ্টা করছিল। এ সময় মহাসড়কে টহলরত আদমদীঘি থানা পুলিশ রাস্তার ওপরে ফাঁকা সিএনজি দেখে আশপাশে তল্লাশি চালানোর সময় আপত্তিকর অবস্থায় তাদের দেখতে পেয়ে ভিকটিমকে উদ্ধার ও ধর্ষক সবুজ মহন্তকে গ্রেপ্তার করে।
সবুজ মহন্ত আদমদীঘি উপজেলার কাঞ্চনপুর গ্রামের গোপাল মহন্তের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, সিএনজি চালক সবুজ মহন্ত কিশোরীকে নিয়ে নওগাঁ-বগুড়া মহাসড়ক সংলগ্ন বোয়ালিয়া নামক স্থানের চাটখইর রাস্তার ব্রিজের পাশে ধানক্ষেতের আইলে নিয়ে ধর্ষণের চেষ্টা করছিল। এসময় মহাসড়কে টহলরত আদমদীঘি থানা পুলিশ তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে ভিকটিমকে উদ্ধার ও ধর্ষককে গ্রেপ্তার করে।
এ ঘটনায় ভিকটিমের দুলাভাই বাদী হয়ে আদমদীঘি থানায় সবুজ মহন্তকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।আদমদীঘি থানার ওসি রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার ও গ্রেপ্তারকৃত ধর্ষণচেষ্টাকারী সবুজ মহন্তকে আদালতে প্রেরণ করা হয়েছে।