admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ অক্টোবর, ২০২১ ১০:৩৩ পূর্বাহ্ণ
আজ থেকে স্বর্ণের দাম ভরিপ্রতি ১ হাজার ৫১৬ টাকা কমানো হয়েছে। ভরিপ্রতি স্বর্ণের দাম ১ হাজার ৫১৬ টাকা কমানো হয়েছে, আজ শুক্রবার থেকে কার্যকর হবে। বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এই সিদ্ধান্তের কথা জানানো হয়। স্বর্ণের দাম কমলেও আগের নির্ধারিত দামেই রূপা বিক্রি করার কথা জানিয়েছে সংগঠনটি। বাজুস সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয় গণমাধ্যমে। এতে বলা হয়, করোনাকালে বৈশ্বিক অর্থনীতি জটিল সমীকরণে থাকায় বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা নিম্নমুখী।
সেই বিবেচনায় দেশীয় জুয়েলারি বাজারের অচলাবস্থা কাটাতে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫১৬ টাকা কমানো হলো। ভোক্তা সাধারণের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছে বাজুস। নতুন দামে ২২ ক্যারেটের ভরি ৭১ হাজার ৯৬৭ টাকা, ২১ ক্যারেটের ভরি ৬৮ হাজার ৮১৮, ১৮ ক্যারেটের ভরি ৬০ হাজার ৭০ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি ৪৯ হাজার ৭৪৭ টাকায় বিক্রি হবে। বর্তমানে প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২২ ক্যারেটে ৭৩ হাজার ৪৮৩ টাকা, ২১ ক্যারেটে ৭০ হাজার ৩৩৪ টাকা, ১৮ ক্যারেটে ৬১ হাজার ৫৮৬ এবং সনাতন পদ্ধতি ৫১ হাজার ২৬৩ টাকা।
এ ছাড়া রুপা আগের দামেই বিক্রি হবে ২২ ক্যারেটের ভরি ১ হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটের ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির ৯৩৩ টাকা। এর আগে চলতি বছরের ২২ আগস্ট সকল ধরনের স্বর্ণের দাম ভরিতে বাড়ানো হয় ১ হাজার ৫১৬ টাকা। তখনও করোনার কারণে বিশ্ব বাজারের দাম বাড়ার যুক্তিতে দেশীয় বাজারেও দাম বাড়ানোর কথা জানিয়েছিল বাজুস।