admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ জুলাই, ২০২১ ৬:৩৩ অপরাহ্ণ
আগামী সপ্তাহে দুই দিন ব্যাংক বন্ধ। দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে চলছে কঠোর লকডাউন। এতে সব কিছু বন্ধ থাকলেও সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম সচল রয়েছে। তবে আগামী সপ্তাহে সাপ্তাহিক ছুটির বাইরেও রোববার ও বুধবার এই দুই দিন দেশের সব ব্যাংক বন্ধ থাকবে। একই সঙ্গে আগামী সপ্তাহের তিন দিন অর্থাৎ ২, ৩ ও ৫ আগস্ট ব্যাংকের লেনদেনের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে।
আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের নতুন এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে। আগামী ৫ আগস্ট পর্যন্ত চলমান লকডাউন অব্যাহত থাকবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। সর্বশেষ প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, দেশে কোভিড-১৯ এর সংক্রমণ বিবেচনায় নিয়ে আগামী রোববার ও বুধবার দেশের সব ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই সঙ্গে আগামী ২, ৩ ও ৫ আগস্ট অর্থাৎ সোম, মঙ্গল ও বৃহস্পতিবার ব্যাংক লেনদেনের সময় বাড়িয়ে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত করা হয়েছে। বর্তমানে যা দেড়টা পর্যন্ত চলছে। বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) আনোয়ারুল ইসলাম বলেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপক হারে বেড়ে যাওয়ায় নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী সাপ্তাহিক ছুটির বাইরে আগামী সপ্তাহে দুই দিন ব্যাংক বন্ধ রাখা হবে।