admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২০ ৬:১৮ অপরাহ্ণ
ইন্দোনেশিয়ার মায়া ছেড়ে ভালোবাসার টানে দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাংলাদেশে আসা স্মৃতি ফাতেমাকে ভালোবাসা দেয়নি বাংলাদেশের কিছু মানুষরূপী জানোয়ারেরা এই সমাজের নরপিচাশ হায়েনা ছিঁড়ে ছিঁড়ে খেয়ে, খুঁচিয়ে খুঁচিয়ে মেরেছে স্মৃতি ফাতেমাসহ তার আদরের তিন সন্তান নূরা, হাওয়ারিন হাওয়া, ফাদিলকে।

ভালোবাসার মেলবন্ধনে আজও এক সারিতে ওরা চিরনিদ্রায় শায়িত শত চেষ্টা করেও এদেরকে আলাদা করতে পারেনি মানুষ নামে একদল নরপিশাচ প্রবাসী কাজলের বাড়ির আঙিনায় স্ত্রী ও তিন সন্তানের নিথর মরদেহ শেষ দেখা হলোনা মরণঘাতী করোনা ভাইরাসের জন্য ।

স্থানীয় মসজিদের ইমাম মোকলেছুর রহমানের ইমামতিতে জানাজার নামাজ শেষে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার লংগাইর ইউনিয়নের গোলাবাড়ি গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করে এলাকাবাসী। এবং খুনীদের ধরে ফাঁসির কাষ্ঠে ঝুলানোর দাবী জানান এলাকাবাসি ।