গোলাম রব্বানী,হরিপুর-ঠাকুরগাঁও প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২৬ ৮:১৯ অপরাহ্ণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঠাকুরগাঁও ০২ আসনের হরিপুর উপজেলায় জাতীয় পার্টির আয়োজনে জাতীয় পার্টির মনোনীত (লাঙ্গল) প্রার্থীর কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ই জানুয়ারী) বিকেলে হরিপুর উপজেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে আহবায়ক সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য নুর নাহার বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী জাতীয় পার্টির সেক্রেটারী আবুল কালাম আজাদ।
আরোও উপস্থিত ছিলেন হরিপুর উপজেলার জাতীয় পার্টির সদস্য সচিব হাসান আলী, সদস্য খোরশেদ আলম মোকসেদুল আলম, আবু তাহের, আলমগীর, হালিমসহ ১৫০ জনের অধিক জাতীয় পার্টির সদস্যরা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নুর নাহার বেগম বলেন আমি নির্বাচিত হলে এলাকার ব্যাপক উন্নয়ন করার উৎসাহ রয়েছে। তিনি আরো বলেছেন ঢাকায় তার ৪টি গার্মেন্টস রয়েছে, সেগুলোর মধ্য থেকে ১টি গার্মেন্টস হরিপুরে স্থাপনের চিন্তা তার মাথায় রয়েছে। যেখানে হাজারো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে এবং নারীদের অগ্ৰাধিকার বেশী থাকবে।