সোহরাব আলী,তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ জানুয়ারি, ২০২৬ ৩:১১ অপরাহ্ণ
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় একের পর এক অবৈধ ডেজার
মেশিন দিয়ে পাথর উত্তোলন কালে অভিযান , আসামীদের পলায়ন , মালামাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
জানা যায় তেঁতুলিয়ায় অবৈধ ডেজার মেশিন দিয়ে পাথর উত্তোলনের সময় গোপন সংবাদের ভিত্তিতে আফরোজ শাহীন খসরু উপজেলা নির্বাহী অফিসার এর নেতৃত্বে দেবনগর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে এক লাখ ৬০ হাজার টাকার মালামাল জব্দ করেছে।
এ সময় সহকারী কমিশনার ভূমি এস এম আকাশ উপস্থিত ছিলেন। ৭ নং দেবনগর ইউপির বানিয়াপাড়া গ্রামে সমতল ভূমিতে গ্রিল ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে পাথর উত্তোলনকালে গ্রাম পুলিশদের সাথে নিয়ে ঘটনাস্থলে গেলে আসামীরা অভিযানের অবস্থান টের পেয়ে পলায়ন করেছে।
এসময় অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত মেশিন পাইপ ও উত্তোলনকৃত পাথর জব্দ করা হয়েছে। তবে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন কারীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছ। শনিবার সন্ধ্যায়( ১০জানুয়ারি /২০২৬) গোপন সূত্রের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেন। এসময় দেবনগড় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ রা জব্দকৃত মালামাল উদ্ধার করতে সহযোগিতা করেছেন।
এ সময় পাথর উত্তোলনকারিরা টের পেয়ে পালিয়ে গেলেও তাদের ব্যবহৃত মালামাল জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের মূল্য ১ লাখ ৬০ টাকা বলে এজাহার সূত্রে জানা যায়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে, একটি মেশিন, ৮০ ফিট পাইপ, ও উত্তোলনকৃত পাথর।
পালাতক আসামীদের নামে তেঁতুলিয়া মডেল থানায় মামলা করার প্রক্রিয়া চলমান রয়েছে। মডেল থানা সুত্রে জানা যায় জব্দকৃত মালামাল জব্দতালিকা করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু বলেন আমি গোপন সংবাদের ভিত্তিতে জানার পর সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্টেটেএস এম আকাশ কে অভিযানের নির্দেশ দিলে তিনি তৎক্ষণাৎ তেতুলিয়া মডেল থানার পুলিশ সহ অভিযান পরিচালনা করে । উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান নির্বাচনী কাজে ব্যস্ত থাকার সুযোগে দুষ্কৃতিকারীরা ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন এর সুযোগ পায় কিন্তু খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা নির্দেশ দেই। আসামীরা আমাদের অভিযানের কথা টের পেয়ে পালিয়ে যায়।
পরে তাদের পাথর উত্তোলনে ব্যবহৃত মালামাল জব্দ করা হয় এবং বিশেষ আইনে মামলার প্রক্রিয়া চলমান। তেঁতুলিয়ায় আর কখনও অবৈধ ভাবে ড্রেজার মেশিন চলতে দেয়া হবে না। এবং ভবিষ্যতেও না। এ ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।