সোহরাব আলী,তেঁতুলিয় পঞ্চগড় প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২৬ ৭:০৮ অপরাহ্ণ
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শিশুস্বর্গের উদ্যোগে হাজারের অধিক শিশু শিক্ষার্থীদের শীতের উপহার দেয়া হয়েছে। উপহার হিসেবে শিশুদের শীতের হুডি, স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ তুলে হয়।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তেঁতুলিয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শিশুস্বর্গ ফাউন্ডেশনের আয়োজনে এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের শীত উপহার তুলে দেন পাট অধিদপ্তরের মহা পরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ মো.নুরুল বাসির স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব রফিকুল ইসলাম সেলিম।
এ সময় তেঁতুলিয়া উপজেলার ১৬টি স্কুলের ১ হাজার ৩৩৫ জন শিশু শিক্ষার্থীর হাতে শীতের হুডি, স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের পরিচালক মোহাম্মদ মজনু মোল্লাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের এফসিএ ডিরেক্টর অঞ্জন মল্লিক, তেঁতুলিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম আকাশ, মডেল থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক শাহাদাত হোসেন রঞ্জু, সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহিন, জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত মাহমুদুল ইসলাম মামুন এবং শিশুস্বর্গ প্রতিষ্ঠাতা কবীর আহম্মেদ আকন্দ।
এছাড়াও জাতীয় শিশুস্বর্গের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ‘শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের শিক্ষা জীবনকে আরও আনন্দময় করে তোলা একটি মহৎ উদ্যোগ। শিশুস্বর্গ ফাউন্ডেশন এবং এভারেস্ট ফার্মাসিউটিক্যালসকে ধন্যবাদ জানাচ্ছি অসাধারণ এ আয়োজনের জন্য। এটি অন্যান্য সংগঠনকেও অনুপ্রাণিত করবে বলে বিশ্বাস করি।
শিশুস্বর্গ ফাউন্ডেশন জানায়, উত্তরের শীত প্রধান অঞ্চল হিসেবে এ বছর পঞ্চগড়ে ৭৩টি শিক্ষা প্রতিষ্ঠানের সাড়ে সাত হাজার শিশু শিক্ষার্থীকে নিয়ে শীত আনন্দ উৎসবের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গ ফাউন্ডেশন। উৎসবের অংশ হিসেবে এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে শীতের হুডি, স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ। পাশাপাশি শিশুদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে।