ডাঃ নুরল হক, বিরামপুর দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ জানুয়ারি, ২০২৬ ২:৫২ অপরাহ্ণ
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে বোরো ধানের বীজ তলার চারা হলুদ ও বিবর্ণ হয়ে ক্ষতির সম্ভাবনা রয়েছে । গত কয়েকদিন থেকে মিলছে না সূর্যের দেখা। ঘন কুয়াশা ও তীব্র শীতে বোরো ধানের বীজতলা হলুদ ও বিবর্ণ রং ধারণ করছে ।
ফলে নির্ধারিত সময়ে বোরো রোপন এবং ফলন নিয়ে আশঙ্কা করছেন কৃষকেরা। কৃষকেরা ঠিক সময়ে বোরো আবাদের জন্য সময় মত বীজ তলা তৈরি করেছিল কিন্তু শৈত্য প্রবাহ ও ঘন কুয়াশার কারণে গজানো চারা হলুদ বর্ণ ধারণ করে পাতা গুটিয়ে মরে যাচ্ছে। বীজ তলা রক্ষার জন্য কৃষকেরা সাদা পলিথিন দিয়ে চারা ঢেকে দিচ্ছেন। এতে তেমন কোন কাজ না হওয়ায় কৃষকেরা দিশে হারা। বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষকেরা। কোল্ড ইনজুরি দেখা দেওয়ায় চলতি মৌসুমে যারা সংকট ও মূল্যবৃদ্ধির আশঙ্কা করছেন কৃষকেরা।
বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায় জানান, বিরামপুর উপজেলায় ১৫ হাজার ২ শত ৫০ হেক্টরের বিপরীতে ৭ হাজার হেক্টর জমিতে বীজতলা রয়েছে। কৃষি অফিস থেকে এ ব্যাপারে ক্ষতি কমিয়ে আনতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। বীজ তলা রক্ষার জন্য ১০ লিটার পানিতে ৬০ গ্রাম পটাশ ৩০ গ্রাম থিয়ভিট ২০ থেকে ৩০ গ্রাম জিংক স্প্রে করার পরামর্শ দেওয়া হচ্ছে।