ডাঃ নুরল হক বিরামপুর দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ জানুয়ারি, ২০২৬ ২:২৭ অপরাহ্ণ
সারা দেশের ন্যায় হিমালয়ের পাদদেশ বিরামপুরে জেঁকে বসেছে শীত। হাড় কাঁপানো শীত ও ঘন কুয়াশা হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন। বিরামপুরে রাত হতে দুপুর পর্যন্ত বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। কুয়াশার ঘনত্ব বেশি হওয়ায় দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন ধীরগতিতে চলাচল করছে।
হিমেল হাওয়া ঘন কুয়াশা আর সূর্যহীন আকাশে উচরাঞ্চলে শীত চরম আকার ধারণ করেছে। সূর্যের দেখা না মিলায় কমছে না ঠান্ডার তীব্রতা। ফলে ঘর থেকে বের হতে পারছেন না শ্রমজীবী মানুষ। থমকে গেছে তাদের রোজগার। খুব বেশি প্রয়োজন না হলে মানুষ রাস্তায় বের হচ্ছে না। একান্ত প্রয়োজনে যারা বের হচ্ছেন তারা পড়ছেন বিড়ম্বনায়। হিমেল হাওয়া মৃদু শৈত্য প্রবাহ আর কনকনে ঠান্ডায় যুবুথুবু হয়ে পড়ছে কর্মজীবী ও খেটে খাওয়া মানুষেরা।
শীতের প্রকোপে হাসপাতলে অ্যাজমা, ব্রংকাইটিস, সর্দি জ্বর ও শ্বাসতন্ত্রের নানা ধরনের সংক্রমণসহ ঠান্ডা জনিত রোগের সংখ্যা বাড়ছে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। খেটে খাওয়া মানুষের দৈনন্দিন কাজে যেতে না পেরে মানবেতর জীবন যাপন করছেন।
সচেতন মহল মনে করেন, এই তীব্র শীত রক্ষার জন্য সরকারের পাশাপাশি বিভিন্ন দল ও সংস্থাগুলোর এগিয়ে আসা উচিত। সাধারণ মানুষের কষ্ট লাঘবের জন্য বিত্তবানদের উদ্যোগের ফলে উপকৃত হতে পারে প্রান্তিক জনগোষ্ঠী।