সোহরাব আলি, তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধ || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ জানুয়ারি, ২০২৬ ৫:৩৯ অপরাহ্ণ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের রণচণ্ডী গোয়াবাড়ী গ্রামে গলায় খাবার আটকে আবু সুফিয়ান (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার( ১ জানুয়ারি২০২৬) দুপুরবেলায়
শিশুটিকে খাবার খাওয়ানোর সময় ঘটনাটি ঘটে। শিশুটি গ্রামের বাসিন্দা নুর আলমের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বাবা-মা শিশু কে খাবার খাওয়াচ্ছিলেন। এ সময় শিশুর গলায় খাবার আটকে যায়। বাড়ির লোকজন গলায় আটকে থাকা খাবার বের করার চেষ্টা করে ব্যর্থ হয়ে তৎক্ষণাৎ উপজেলা হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেদুল ইসলাম গলায় খাবার আটকে শিশুটির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন । এ ঘটনায় ওই এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।