জুলহাস উদ্দীন,স্টাফ রিপোর্টার || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২৫ ১১:৫৫ অপরাহ্ণ
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের কর্মসূচির আওতায় বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৬ শে ডিসেম্বর ) বিকেলে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা প্রশাসন চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড.মোহাম্মদ আবু ইউছুফ সচিব।
প্রধান অতিথি উপকরণ গ্রহণকৃত ব্যক্তিদের ভিক্ষাবৃত্তি বন্ধ করে নতুন পথে জীবনধারণের জন্য আহ্বান জানান এবং আয়বর্ধনমুলক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত করার নির্দেশনাসহ ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের কর্মসূচির আওতায় বিভিন্ন উপকরণ বিতরণ বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহিন খসরুর সভাপতিত্বে বিতরণের সময় উপস্থিত ছিলেন বিভাগীয় সমাজ সেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ হেলাল উদ্দিন ভূঁইয়া, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায়, সহকারী পরিচালক গোলাম ফারুক ও উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আবু তাহের প্রমুখ।
সমাজসেবা কার্যালয় জানায়, ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য প্রান্তিক এ উপজেলার ভিক্ষুকদের প্রাথমিক তথ্য যাচাই-বাচাই করে তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রথম পর্যায়ে ১০জন ভিক্ষুককে পুনর্বাসনের লক্ষ্যে বিভিন্ন উপকরণ প্রদান করা হয়। এর মধ্যে চারজনকে ব্যাটারি চালিত অটো ভ্যান, চারজনকে সাইকেলের মালামালসহ চারটি ঘর আর দুজনকে দুটি ঘরে মালামাল (মুদি দোকান) হিসেবে উপকরণ বিতরন করা হয়েছে।