সোহরাব আলী, তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি। || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২৫ ৭:৫৫ অপরাহ্ণ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ডাহুক নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে তেতুলিয়া মডেল থানা পুলিশ। জানা গেছে ৪নং শালবাহান ইউনিয়ন এর বালাবাড়ি গ্রামের অদূরে ডাহুক নদী থেকে পাথর উত্তোলন এর ডোবা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত ব্যক্তির কোন পরিচয় পাওয়া যায়নি।
এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া মডেল থানার পুলিশ ডাউক নদীর পাথরের তুলার ডোবা থেকে অজ্ঞাতনামা ওই ব্যক্তির মৃতদেহ নদী থেকে উদ্ধার করে লাশের সুরত হাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে আসে।
আজ (২৬ ডিসেম্বর) বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় ৯৯৯ নাম্বারে প্রেস ক্লাবের সদস্য ফোনে যোগাযোগ করলে মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে বলে নিশ্চিত করেছেন তেতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ। তবে কোন এলাকার ব্যক্তি কিভাবে এখানে এসেছে তার পরিচয় এখনো সেনাক্ত করতে পারেনি বলে জানান তবে লাশের সত্যতা সনাক্ত করার কাজ চলছে।