মোক্তারুজ্জামান মোক্তার, পার্বতীপুর,দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২৫ ৮:৪৫ অপরাহ্ণ
দিনাজপুরের পার্বতীপুরে জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবস আজ ১৮ ডিসেম্বর সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক জনাকীর্ণ পরিবেশের মধ্যে দিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, এবারের দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল ”দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়ব দেশ—এরেই ধারাবাহিকতায় জাতীয় প্রবাসী দিবস ২০২৫ ও আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও দিবসটিকে ঘিরে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে এবং র্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গিয়ে সমাপ্তি ঘটে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদ্দাম হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, দক্ষ জনশক্তি তৈরি, নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে।
এ বিষয়ে গুরুত্বের কথা তুলে ধরেন। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসন ও পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। আলোচনায় বক্তারা বলেন, দক্ষতা অর্জনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের সুযোগ বৃদ্ধি পাবে এবং রেমিট্যান্সের মাধ্যমে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে জানান। আরও উপস্থিত ছিলেন, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ এম এ ফারুক ও উপজেলা পি আই ও অফিসার সানাউল্লাহ প্রমুখ।
দিবসটিকে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে উদযাপিত করার কথা জানা গেছে। এছাড়াও স্হানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।